আশাকর্মীদের সরকারী কর্মীর স্বীকৃতি ও ফিক্সড বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবীতে উত্তরকন্যা অভিযান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদন:- আশাকর্মীদের সরকারী কর্মীর স্বীকৃতি ও ফিক্সড বেতন বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের দাবীতে উত্তরকন্যা অভিযান পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ।মঙ্গলবার শিলিগুড়ির জলপাইমোড় থেকে মিছিল সংগঠিত হয় । মিছিলটি উত্তরকন্যার অভিমুখে রওনা হলে তিনবাত্তি মোড়ে পুলিশের মিছিল আটকে দেয় । পুলিশের কাছে বাধা পেয়ে তিনবাত্তি মোড়ে ফরম্যাট পুড়িয়ে দেয় তারা । উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় ১০ হাজার আশাকর্মী এদিন এই মিছিলে অংশগ্রহন করে । আশাকর্মীদের দাবী মেনে নেওয়া না হলে আগামী দিনে তারা পুলিশের বাধা অতিক্রম করে উত্তরকন্যায় অভিযান করবে বলে হুঁশিয়ারি দেন ।