উওর দিনাজপুর বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো

নতুন গতি নিউজ ডেস্ক, উত্তর দিনাজপুর; রহস্যজনক ভাবে মারা গেলেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে এক বন্ধ দোকানের সামনে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেবেন্দ্রনাথ পরিবার অভিযোগ করেছে, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

    পরিবারের দাবি গতকাল রাত একটা নাগাদ কয়েকজন মোটর বাইক আরোহী তাঁকে বালিয়ার বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সকালে বালিয়া মোড়ে একটি বন্ধ দোকানঘরের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ২০১৬-র বিধানসভা নির্বাচনে হেমতাবাদ কেন্দ্র থেকে সিপিএমের হয়ে জয়ী হন দেবেন্দ্রনাথবাবু। ২০১৯-এ তিনি যোগ দেন বিজেপিতে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ।