|
---|
শেখ আরেফুল, নতুন গতি, নরঘাট:
আজ সন্ধ্যা ৬ টায় বাগডোবা জালপাই এর একটি স্বেচ্ছাসেবী সংস্থা বাগডোবা উদয়ণ ওয়েলফেয়ার সোসাইটির উদেগ্যে বিশাল মাপের মৌন মিছিল ৷ যা ২-৩ কিলোমিটার সীমাবদ্ধ ছিলো ৷ এছাড়া নরঘাটে প্রায় ২০-২৫ মিনিট বাস যাতায়াত করায় সমস্যা হয়েছিলো ৷
সংস্থার সম্পাদক মাননীয় শঙ্কর প্রসাস জানা ও সহ সম্পাদক মধুসুদন বেরা ও অপূর্ব কুমার সাহু জানান যে , আমারা আমাদের গ্রামের সমস্ত জনগনে জড় করে আজ আমরা জওয়ান শদীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানাতে দীর্ঘ ২-৩ কিমি মৌন মিছিল করি ৷ এছাড়াও বিশিষ্ট সমাজসেবী মাননীয় জয়দেব সাঁতরা বলেন যে , বাংলার দুই জওয়ান শহীদ বাবলু সাঁতরা ( বাউরিয়া …হাওড়া জেলা ) ও নদিয়ার জওয়ান শহীদ সুদীপ বিশ্বাসের বাড়ির পাশে পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় পাশে থাকার অঙ্গিকারের জন্য ধন্য জানাচ্ছি ৷
খবর সূত্রে জানা গিয়েছে মৌন মিছিলে প্রায় ১২০-৩০ জন মৌন মিছিলে উপস্থিত হয়েছিলো ৷ আর ঠিক রাস্তায় যখন বেরিয়ে পড়েছে তখন আশে পাশের এলার জনগনেরা মৌন মিছিলে যোগদান দিয়েছে ৷ মৌন মিছিলের শেষে নরঘাট মাতঙ্গীনি সেতুর নিচে শহীদ মাতঙ্গীনি হাজরার মূর্তির তলে জোড়ালো কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শেষ হল মৌন মিছিল ৷