পুলওয়ামা হামলার জেরে, জইশ ই মহম্মদের সদর দফতর দখল নিল পুলিশ,এমনটাই দাবি পাক প্রসাসনের

মহঃ জামালউদ্দিন,নতুনগতি ডেস্ক:

    ভারতে আত্মঘাতী জঙ্গি হামলার জেরে ৪২ জন ভারতীয় জাওয়ান শহিদ হন। ।এরপরেই ভারত,সারা বিশ্বের কাছে পাকিস্তান কে এই আপরাধ মূলক কাজের জন‍্য পাকিস্তানকে কোণ ঠেসা করতে চলেছে‌।আর গোটা বিশ্বের কাছে ভারত পাকিস্তানের উপর চাপ বাড়ায়। আর যার যেরেই পাক সরকার কিছুটা চাপের মুখে রয়েছে,বলে বিশেষজ্ঞদের মত।

    পাক সরকারের এক ট‍্যুইট থেকে জানানো হয়েছে।ভাওয়ালপুরে মাদ্রাসাতুল সাবির এবং জামা-ই-মসজিদের দখল নিয়েছে পাক প্রশাসন।
    সূএ থেকে খবর পাওয়া যায়,জইস-ই-মহম্মদের কার্যালয় হিসেবেই মনে করা হয় দুই প্রতিষ্ঠানকে।

    পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে একটি বৈঠক হয় ।সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়, জামাত উদ দাওয়া ও ফালাহা ই ইনসিয়াত দুটি জঙ্গি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হবে,এর পাশাপাশি জইশ ই মহম্মদের সদর দফতর দখল করার সিদ্ধান্ত নেওয়া হয় সেদিনের বৈঠকে।