|
---|
আজিম শেখ,রামপুরহাট-বীরভূম: (সিউড়ি-বীরভূম) :– আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আপামর বাঙালির ঘরে ঘরে ভাই-বোনেরা যখন ফোঁটা দিতে ব্যস্ত, যখন ভাই বোন তাদের দীর্ঘায়ু কামনায় উৎসবে মাতোয়ারা, ঠিক সেসময় বীরভূম পুলিশ আবাসিক শিশুদের দীর্ঘায়ু কামনায় ছুটে গেলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের পিছনে অবস্থিত আবাসিক কেন্দ্রে।
উক্ত আবাসিক কেন্দ্রে শ’খানেক ছোট ছোট শিশুদের কপালে বীরভূম পুলিশের উদ্যোগে পরলো ফোঁটা। বীরভূম পুলিশের সাথে ঐ সকল শিশুরা আজ নিজেদের আনন্দ ভাগ করে নিল। এমন একটা অনুষ্ঠানের আয়োজন করে বীরভূম পুলিশও আনন্দিত।
অনুষ্ঠান শেষে অ্যাডিশনাল এসপি সুবিমল পাল জানান, “ভাতৃদ্বিতীয়ার শুভলগ্নে এখানে যারা আবাসিক বাচ্চা রয়েছেন তাদের জন্য ভাইফোঁটার আয়োজন করা হয়েছে বীরভূম পুলিশের তরফ থেকে। এখানে উপস্থিত ভাই বোনেরা তাদের ফোঁটা দিচ্ছেন। এমন একটা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মুখরিত পরিবেশের সৃষ্টি হয়েছে।”