|
---|
আজিম শেখ, রামপুরহাট বীরভূম:মল্লারপুর-বীরভূম): সারা রাজ্য জুড়ে জেলার বিভিন্ন স্থানে গণভাইফোঁটার আয়োজন করেন বিভিন্ন সংস্থা । ওরা কেউ হোমে থাকে, কেউ শারিরীক বিকলাঙ্গ সোসাইটিতে, কেউ আবাসিক হোস্টেলে, কেউ আবার জন্মান্ধ, কেউ বৃহন্নলা।এইসব ছেলেমেয়েদের নিয়ে গণ ভাই ফোঁটার আয়োজন করে মল্লারপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম।অনুষ্ঠানে বৃহন্নলারা ও আশ্রমের কিছু মহিলা পরম স্নেহে এইসব ছেলেমেয়েদের কপালে ভাই ফোটার চন্দনের টিপ দিয়ে তাদের আর্শিবাদ করেন।সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয় শাড়ি চুড়িদার জাম প্যান্ট,গেঞ্জ।রীতিমতো পাতপেড়ে পাঁচ রকম মিষ্টি, ফল, পায়েস ঘুগনিও লুচি।দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলোপোস্ত, ফুল কপির তরকারী , ডাল মিষ্টি পায়েস। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি, সাংসদ অসিত মাল , মল্লারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্র নাথ ব্যানার্জি, এস ডি পিও সৌম্যজিত বড়ুয়া, এছাড়া প্রতিষ্ঠানের সভাপতি স্বামী সারদানন্দ মহারাজ, ও সম্পাদক সুকান্ত মন্ডল। অনুষ্ঠানে বৃহন্নলাদের পক্ষ থেকে রানীমা এগারো হাজার টাকা ও বেশ কিছু শাড়ি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়।