|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহামলায় CRPF জোয়ানদের হত্যার প্রতিবাদে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে মৌন মিছিল অনুষ্ঠিত হলো সিঙ্গারকোণ ব্যাঙ্ক বাজার থেকে সেনেরডাঙ্গা বাজার পর্যন্ত ।
উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল কুমার মণ্ডল , পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কমিটির আদিবাসী সেলের চেয়ারম্যান ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু , কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রনব রায় , কালনা ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিলিমা কপ্টি সহ ব্লকের নেতৃবৃন্দ ।