|
---|
২৫ জুন, ২০১৯, কোলকাতা: বিজেপি পরিচালিত মোদি সরকারের দ্বিতীয় দফা শুরু হওয়ার সাথে সাথে সংখ্যালঘুদের উপর আক্রমন দেশের সর্বত্র বেড়ে যায়। আমেরিকার রিপোর্টেও প্রতিফলিত হয়েছে এই অবস্থা। দেশের বদনাম দিবশেও। কিন্তু এই মিথ্যুক দেশভক্তদের তাতে কিছু আসে যায় না। তারা তাদের আক্রমন অব্যহত রেখেছে। তাদের আক্রমনের তালিকায় এবার পশ্চিমবঙ্গ প্রথম সারিতে আসতে চলেছে। বিভিন্ন স্থানে চলছে তান্ডব। তারই প্রভাব দেখা দিল গত ২১ জুলাই শিয়ালদহ থেকে ক্যানিংগামী লোকাল ট্রেনে। দক্ষিণ ২৪ পরগণার মান্নান মোল্লা তার কয়েকজন বন্ধু এই ট্রেনে যাচ্ছিল। হঠাৎ ঢাকুরিয়া ও যাদবপুরের মাঝে তাদের ট্রেনে উঠে গেরুয়া পোষাকের সন্ত্রাসীরা। তারা জয় শ্রী রামের শ্লোগান দিতে থাকে। দাড়ি ও টুপি ওয়ালা মুসলিমদের উপর প্রহার করতে শুরু করে। তাদের অত্যাচারের শিকার হয় মান্নান মোল্লা। তাকে তারা বেধড়ক প্রহার করে। অবশেষে তাকে সন্ত্রাসীরা ট্রেন থেকে ফেলে দেয়। সে কোন রকমে প্রাণে বেঁচে যায়।
খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। তারা সমস্ত বিষয় তদন্ত করে দেখেন। তাকে আইনী সহায়তা করার অঙ্গীকার করে ওই প্রতিনিধ দল। উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কলকাতা শাখার সম্পাদক মনিরুল মোল্লা। তার সঙ্গে ছিলেন আরো অনেকে। প্রতিনিধি দল এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং হিন্দু মুসলিম সকলকেই এই অমানবিক অত্যাচাতের বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান জানান যে, মোদি সরকারের দ্বিতীয় দফাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন মোদি সরকারের ওয়াদা বারবার ব্যর্থ প্রমাণিত হচ্ছে, যা দেশের জনগণের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি করছে। জনগণের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানো।
*মনিরুল মোল্লা*
সম্পাদক
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া
কোলকাতা