|
---|
জঙ্গি হামলার জেরে ভারত, পাকিস্তানের উপর ১৩৭ টি দ্রবের আমদানির উপর শুল্ক বেড়ে ২০০ শতাংশ
মহঃ জামাল উদ্দিন ,নতুনগতি ডেস্ক:
ভারতীয় মাটিতে ভয়াবহ হত্যকাণ্ডের জেরে ,সকল ভারতবাসী শোকাহত। এই পরিস্তিতি জেরে কেন্দ পাকিস্তানের উপর কড়া পদক্ষেপ নিয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’ তকমা ছিনিয়ে নিয়েছে। একধাকায় পাকিস্তান থেকে আমদানিকৃত
অধিকাংস দ্রবের উপর ২০০ শতাংস শুল্ক বাড়ালো কেন্দ।
তাই এবার ভারত থেকে কোনো জিনিস আমদানি করতে,আগের থেকে আনেকাংশে বেশি ট্যাস্ক দিতে হবে পাকিস্তানকে।
এই দ্রব্য গুলির মধৈ হল চা, তুলো, চিনি,ফুলকপি,
ট্র্যামাটো, কটন, পেট্রোলিয়াম তেল, টায়ার ও রবার ইত্যাদি সহ ১৩৭ টি দ্রবের। এই আমদানি শুল্ক বড়ানোর বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন অরুণ জেটলি।