|
---|
পুলওয়ামায় শহীদ বীর জওয়ান দের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
শেষ হল পুলওয়ামায় শহীদ বীর জওয়ান দের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি সহযোগে মৌন মিছিল ৷ আয়োজনে পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডা গ্রামবাসীবৃন্দ ৷
মৌনভাবে সমগ্র গ্রাম পরিক্রমা করে মিছিলটি শিবতলা প্রাঙ্গণে শেষ হয় ৷
সমগ্র মিছিলে শিশু , মহিলা সহ প্রায় তিন শত গ্রামবাসী সমবেত হয় ৷
মিছিল শেষে আমাদের ভারতমাতার জয় কামনা করে শোক – অনুষ্ঠান সমাপ্ত হয় ৷