|
---|
শেখ আরেফুল , নন্দকুমার , পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার একপাশে নন্দকুমার ও অন্যপাশে চন্ডীপুর ব্লক ৷ ঠিক তার মধ্যবর্তী স্থানে ধীর গতিতে বয়ে চলেছে হলদী নদী ৷ আর এই হলদি নদীর ওপর রয়েছে শহীদ মাতঙ্গীনি সেতু ৷ দিনের পর দিন এই সেতুর অবস্থা পৌছাচ্ছে চরম পর্যায়ে ৷ সেতুতে না আছে নিরাপত্তা ব্যবস্থা , না আছে রাতের অন্ধকারের আলো , না আছে দুপাশে সঠিক রেলিং গুলো ৷ সেতুর মধ্যে যে লাইটগুলো রয়েছে তার সারানোর ব্যবস্থা কেউ করছে ৷ সেতুর দুপাশে রেলিংগুলো ভেঙ্গে পরে যাচ্ছে তা চোখে পড়ছে না কারোর ৷ সেতুর মধ্যে মাঝে মাঝে তৈরি হয়েছে ইতিউতি গর্ত ৷ যা সমস্যার সৃষ্টিতে ভোগান্তিদায়ক হয়ে পড়েছে ৷ খবরসূত্রে এলাকার জনগনেরা আমাদের প্রতিনিধি শেখ আরেফুলকে জানান , সেতুর পার্শবর্তী এলাকা উঃ ও দঃ নরঘাটে সপ্তাহে দুদিন বাজার বসে ৷ এই বাজারে ব্যবসায়ী সহ অনেক ক্রেতাগনেরা যাতায়াত করেন ৷ যাতায়াতা ফলে সেতুর মধ্যে দিয়ে ভয়ে ভয়ে চলতে হচ্ছে ৷ যেহতু সেতুর রেলিংগুলোই অনেক আগে ভেঙ্গে পড়েগেছে ৷ সেতুর মধ্যদিয়ে অনেক স্কুল পড়ুয়ারা যাতায়াত করে কিন্তু তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই কেন ! কবে ভোগান্তির সমস্যা মিটবে ! কবেই বা নাজেহালের হাত জনগন রক্ষা পাবে ! সেতুদিয়ে যাতায়াত দায় ৷ খুব শিঘ্রই এই বিষয়ে জেলাশাসক সহ নন্দকুমার এলাকার বিধায়কের দৃষ্টি আকর্ষন করছি ৷