মালদায় মানস্কামনা মা দুর্গার সোসাইটির উদ্যোগে, উমা দাসের পরিচালনায় গণ ভাইফোঁটা

উজির আলী, মালদা: মানস্কামনা মা দুর্গার সোসাইটির উদ্যোগে, উমা দাসের পরিচালনায় গণ ভাইফোঁটার আয়োজন করা হয়। মঙ্গলবার ভাইফোটা, সারা দেশ যুরে এই ভাই ও বোনের বন্ধোনের উৎসব উৎসাহতা ও উদ্দিপনার মধ্যদিয়ে পালন করা হচ্ছে। বর্তমান এই সমাজে অনেক ভাই ও বোন আছে কারো বাবা মা থাকা সত্তেও কেউ নেই আবার কেঊ অনাথ। সেই সব ভাই বোনদের মূখে হাসি ফোটাতে মানস্কামনা মা দুর্গার সোসাইটির এই দিনের গন ভাইফোঁটার এই উদ্যোগে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এদিন মালদা শহরের মনস্কামনা মন্দির সংলগ্ন এলাকায় ভ্রাতৃ দ্বিতীয়া উৎসবের আয়োজন করা হয়। এলাকার বোনেরা মঙ্গলদ্বীপ জ্বালীয়ে এদিন ভাইদের কপালে ভাইফোঁটা দেন। অনুষ্ঠান শেষে মানস্কামনা মা দুর্গার সোসাইটির সদস্য পাপিঁয়া দাস জানান মালদা মানস্কামনা মা দুর্গার সোসাইটির উদ্যোগে ও উমা দাসের পরিচালনায় গণ ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। এই কাজটা করতে পেরে আমরা খুব খুশি। এই আজকের এই গণ ভাইফোঁটার মাধ্যমে জেলাবাসীকে ভাতৃত্বের মিলনের মেসেজ দিতে চাই।