চাঁচল কলেজে নবীন বরণের তর্ক বিতর্কের সমাধান সূত্র বের করল ছাত্র সংগঠন

উজির আলী, নতুন গতি, চাঁচল: ২৯ নভেম্বর রাত পোহালেই চাঁচল কলেজে নবীন বরন উৎসব। বিগত বছরে হয়নি শিক্ষা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ নবীন বরণ উৎসব। কলেজের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি বিষয়ে স্থগিত হয়েছিল ২০১৮-১৯শিক্ষাবর্ষের নবীন বরন। ৩০ শে নভেম্বর রয়েছে ২০১৯-২০শিক্ষা বর্ষের বরণ উৎসব। তাই ২০১৮ সালে উত্তীর্ণ হওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা একরাস ক্ষোভ প্রকাশ করছিলেন।
পক্ষ-বিপক্ষ নানা বিবাদের কারণে অসন্তুষ্ট ছিল ছাত্র-ছাত্রীরা। নাম জানাতে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের ছাত্রী বলেন, বরণ পর্ব থেকে বঞ্চিত রয়েছি আমরা। আমরাই একটা বেচ যা বরণ পর্ব থেকে বঞ্চিত হলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৃনমুল ছাত্র পরিষদ চাঁচল কলেজকে বিরোধী মুক্ত করে। তবে এককের গোষ্ঠী কোন্দলের কারনে ওই বছর নবীন বরণ অনুষ্ঠিত হয়নি বলে দাবী দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের।
অপরদিকে তৃনমুল ছাত্র পরিষদ কলেজ দখলে আসার পর বিগত বছরে হয়নি নবীন বরণ। এনিয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। শিক্ষার্থীরা জানান, এবছর তারা আদৌ নবীন বরণ পাবে কিনা তা অনিশ্চিত ছিল। বঞ্চিত হওয়া ছাত্র ছাত্রীদের সুবিধার জন্যে,কলেজ কর্তৃপক্ষ এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের এবিষয়ে ভেবে দেখার জন্য বেশ কিছু ছাত্র ছাত্রী ইচ্ছা প্রকাশ করেন। এ প্রসঙ্গে তৃনমুল ছাত্র পরিষদের কার্যনির্বাহক বাবু সরকার জানান, শনিবার দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা মঞ্চে উপস্থিত হলে আমরা তাদের কেউ বরণ করাবো।