|
---|
বিশেষ সংবাদ: হরিশ্চন্দ্রপুর, ১৭ অক্টোবর :পারিবারিক অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বয়স ৫০ এর এক ব্যক্তি,এমনই আশঙ্কা প্রকাশ করছেন এলাকার লোক জনেরা। জানা যায় মৃত যুবকের নাম মহম্মদ মহসিন ওরফে টুকা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে।মৃত ব্যক্তির বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ জিপির বিরুয়া গ্রামে। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
গ্রামবাসী সূত্রে জানা যায়,কয়েকদিন ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে প্রায় ঝগড়া চলত। স্ত্রী স্বামীর নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করেন। এই ভয়ে হয়তো বুধবার রাত্রে নিজের শোয়ার ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকালবেলা তার স্ত্রীর নজরে আসেন তার স্বামী ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।ঘটনাটি জানাজানি হতেই খবর দেয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মালদা জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।