|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: সাপে মাছ ধরা দেখেছেন। এটা হলো একটু অন্যরকম ঘটনা ঘটেছে সেইটি হলো মাছ সাপে ধরছে। শুক্রবার সকালেএই আশ্চর্য ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে মনসাতলায়।মনসাতলার সামনে নয়নজুলি থেকে একটি মাছ সাপে মুখে নিয়ে রাস্তায় উঠে আসে। এইটা দেখার জন্য গ্ৰামবাসীরা নন্দীগ্রামে মনসাতলা গ্ৰামবাসীরা ভিড় জমায়।