|
---|
দেবাশীষ পাল, মালদা: রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে ইতিমধ্যে মালদার মানিকচক ব্লকের সমস্ত ফেরি ঘাট গুলিতে পারাপার বন্ধ করেছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে ব্লক প্রশাসনের তরফে সমস্ত ফেরিঘাট গুলিতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাত্রী সহ মাঝিদের। শুক্রবার ও শনিবার এই দুইদিন বন্ধ থাকবে পারাপার বলেই জানিয়েছেন প্রশাসন।শুক্রবার সকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মালদার মানিকচক ব্লকের অন্তর্গত জলপথ যোগাযোগের জন্য রয়েছে রাজমহল ঘাট। গঙ্গা নদীর ওপারের ঝাড়খন্ড সেখান থেকে প্রতিদিন প্রায় হাজার হাজার যাত্রী এরাজ্যের মানিকচকে প্রবেশ করে। এদিন সকালে মানিকচক থানার ওসি দেবব্রত চক্রবর্তীর নেতৃত্বে ঘাটে যায় পুলিশ প্রশাসন সহ ব্লক প্রশাসনের কর্তারা।মাইকিং করে আগামী দুই দিন নদী পারাপার বন্ধ রাখার জন্য জানানো হয়। যাত্রী সাথে সাথে মাঝিদেরও সচেতন করা হয় ‘ফনি’ ঝড় প্রসঙ্গ নিয়ে। প্রশাসনের তরফে মানিকচকের শংকরটোলা ও কালিটোলা ঘাট গুলি পারাপার বন্ধ করা হয়েছে।এপ্রসঙ্গে যাত্রীরা জানান,তারা নানান কাজের জন্য এপারে এসে ছিলেন কিন্তু পারাপার বন্ধ থাকায় ওপার যাওয়া সম্ভব হচ্ছে না। সড়ক পথে ফিরে যাওয়া নতুবা কোনো আত্মীয় পরিজনের বাড়িতেই এই দুইদিন কাটাতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
এপ্রসঙ্গে মানিকচক ব্লকের বিডিও সুরজিৎ পন্ডিত জানিয়েছেন, মানিকচক ব্লকের অন্তর্গত রাজমহল ঘাট , শংকরটোলা ঘাট , কালিটোলা ঘাট দিয়ে ফেরি চলাচল করে। যার মধ্যে রাজমহল ঘাট অন্তরাজ্য পারাপার করা হয়। রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে ফেরিঘাট গুলি বন্ধ করা হয়েছে। সাথে মাইকিং চলছে ঘাট গুলিতে। ফনি ঝড়ে যেন জলপথে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই সজাগ রয়েছে প্রশাসন। সব রকম ভাবে মানুষকে সচেতন করা হচ্ছে।