পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে সমস্যায় ব্যবসায়ী, গাড়ি চলছে কেরোসিনে

মালদা, ৩১ অক্টোবর: জ্বালানির দাম সেঞ্চুরি পার করায় পথে কমতে শুরু করেছে ভিন্ন ধরনের যানবাহন। যার প্রভাব পড়েছে পেট্রোল পাম্প গুলিতে। তুলনামূলকভাবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না মোটর বাইক থেকে শুরু করে প্রাইভেট চারচাকা গাড়ি ট্রাক ও বাস। ইতিমধ্যে আবার অনেক বাস কেরোসিন তেল দিয়ে চালানো হচ্ছে এমনই অভিযোগ বাস মালিকদের পক্ষ থেকে তোলা হয়েছে। এরকম এক কঠিন সমস্যার মধ্যে পড়েছে পেট্রোল পাম্পের মালিকরাও। দিনে দিনে তাদের সেল ৫০ শতাংশ নেমে এসেছে বলে অনেক পেট্রোল পাম্পের মালিকানা দাবি করেছেন।

    নর্থ বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের জোনাল চেয়ারম্যান অমিত কুমার পাল জানিয়েছেন, বর্তমানে পেট্রোলের দাম ১০৯ টাকা ৫৫ পয়সা আর ডিজেলের দাম ১০০ টাকা ৯৬ পয়সা। বর্তমানে আমাদের এই ব্যবসা চরম সঙ্কটের মধ্যে দেখা দিয়েছে। দিনে দিনে দাম বৃদ্ধির ফলে রাস্তায় চলাচলের ক্ষেত্রে গাড়ির সংখ্যা কম দেখা দিচ্ছে ।  আমাদের অ্যাসোসিয়েশন গত কেন্দ্রীয় সরকারের দপ্তর গুলিতে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির বিষয় জানিয়েছি ।বর্তমানে আমাদের এই ব্যবসা বিপদজনক অবস্থায় চলে এসেছে ।পেট্রোল-ডিজেলের পরিবর্তে অনেক গাড়ি কেরোসিনের তেলের মাধ্যমে ‌ চালাচ্ছে। যেভাবে দাম বেড়েছে সেই ক্ষেত্রে আমাদের কমিশন বাড়েনি।

    ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকার বাসিন্দা বিকাশ বর্মন জানিয়েছেন, যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে আমাদের রাস্তায় গাড়ি আর চালানো যাবে না। মোটরসাইকেলের পরিবর্তে টোটোতে  চলাফেরা করতে হবে। এব্যাপারে কেন্দ্রীয় সরকারকে গুরুত্ব দিয়ে দেখা  উচিত।