গ্রামের মধ্যে মদের দোকান থাকায় প্রতিবাদ এলাকাবাসীদের, করা হলো দোকান ভাঙচুর

নতুন গতি নিউজ ডেস্ক: গ্রামের মধ্যে মদের দোকান থাকার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ভূতনির গবর্ধনটোলার এলাকাবাসীদের,ভাঙচুর করা হল দোকানে।উত্তপ্ত এলাকা।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচকের ভূতনির গবর্ধন টোলা এলাকায়।রবিবার দুপুরে গবর্ধনটোলা এলাকার বাসিন্দারা এই মদের দোকানকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করে এলাকা জুড়ে, পরবর্তীতে তারা মদের দোকানের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করে, তারই মধ্যে এলাকার মহিলারা উত্তেজিত হয়ে মদের দোকানে লাঠিসোটা নিয়ে ভাঙচুর চালায়

    গ্রামবাসীদের দাবি এই মদের দোকান গ্রামের মধ্যে থাকায় সন্ধ্যার পর বেরোনো যায়না,এমনকি দুষ্কৃতীদের তান্ডব ও বেড়েছে,এব্যাপারে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি দাবী এলাকাবাসীদের।অন্যদিকে গ্রামবাসীদের দাবিকে অস্বীকার করেছেন মদের দোকান মালিক জদুনন্দন মন্ডল,তারদাবী তিনি বিগত 13 বছর ধরে এই এলাকায় সরকার স্বীকৃত মদের দোকান চালাচ্ছেন সেই সময় এই এলাকার সেইরকম জনবসতির ছিল না। তাঁর আরও দাবি রবিবার যে সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর করেছেন তারা বিজেপি সমর্থিত। তিনি এমনটাও দাবি করেছেন তিনি তৃণমূল সমর্থিত হওয়ায় তার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে তিনি এই ব্যাপারে ভর্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।