গোয়ায় একক বৃহত্তম দল বিজেপি

নতুন গতি নিউজ ডেস্ক: বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে গোয়ায় একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। গরিষ্ঠতা থেকে ১ দূরে তারা। তবে নির্দল এবং অন্যদের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গড়বে বিজেপি। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখাও করেছে বিজেপি।

    এদিন বিকেলে গোয়ার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে ৪০ টি আসনের মধ্যে ২০ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। তারপরেই রয়েছেন কংগ্রেস। তারা পেয়েছে ১১ টি আসন। নির্দলীয়রা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে আপ পেয়েছে দুটি আসন। তৃণমূল গোয়ায় খাতা থুলতে না পারলেও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছে ২ টি আসন। এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টি এবং রিভলিউশনারি গোয়ানস পার্টি ১ টি করে আসন পেয়েছে।

    শতাংশের নিরিখে গোয়ায় বিজেপি পেয়েছে ৩৩.৩১% ভোট। কংগ্রেস পেয়েছে ২৩.৪৬% ভোট। এমজিপি এবং আপ পেয়েছে যথাক্রমে ৭.৬০% এবং ৬.৭৭% ভোট। শতাংশের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৫.২১% ভোট। এছাড়াও জিপিএফ ১.৮৪%, এনসিপি ১.১৪% ভোট পেয়েছে। নোটায় পড়েছে ১.১২% ভোট। অন্যরা পেয়েছে ১৯.৩৭% ভোট।