পশ্চিম মেদিনীপুর ডি সি সি আই-এর বিজয়া সম্মিলনী!

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এবারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো বুধবার সন্ধ্যায়। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেদিনীপুর শহরের সদরঘাটের গণপতিবসু স্মৃতি উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানী।গনপতি বসুর মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সভাপতি বজরঙলাল আগরওয়ালা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন বসু। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় বিশিষ্ট সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান ও কর্ণেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে। উভয়পক্ষের হাতে সম্মাননা তুলে দেন জেলা শাসক আয়েশা রানী। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন প্রতিশ্রুতিবান তরুণ বাচিক শিল্পী অনুভব পাল। পাশাপাশি এদিন অনুভব পালের চিকিৎসার ক্ষেত্রে আয়োজক সংগঠন এবং উপস্থিত বিভিন্ন শিল্প সংস্থার কর্মকর্তাদেরকে পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সাহা, সংগঠনের এডভাইসার মদন মোহন মাইতি,বিধায়ক দীনেন রায়, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্ত্তী,খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার , মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান প্রমুখ। ছিলেন খড়্গপুরের শিল্পতালুকে অবস্থিত শিল্প সংস্থার কর্মকর্তারা।উপস্থিত ছিলেন টাটা হিতাচি লিমিটেডের মিঃ আনন্দ, মিঃ সঞ্জয় সিং, মিঃ পঞ্চম মাইতি; ম্যাট ফাউন্ডারি লিমিটেডের ডাইরেক্টর মি: পরেশ মিশ্র ,মহিন্দ্রা এন্ড মহিন্দ্রার মিঃ দেবজিৎ দাস, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সম্পাদক মিঃ রাজকুমার দয়ামা, ডি আই সি’র জি এম, ডব্লিউ বি এস ই ডি সি এল এর রিজিওনাল ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অংশুমান দাশগুপ্ত। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন অতিথি শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ বসু। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সংগঠনের সভাপতি বজরঙলাল আগরওয়ালা ও সাধারণ সম্পাদক চন্দন বসু।