জেলা কমিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়ছে দিনের পর দিন

নিজস্ব সংবাদদাতা : জেলা কমিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তা বাড়ছে দিনের পর দিন।কাকে রাখা হবে,কাকে রাখা যাবে না,কে থাকবে এটা নিয়ে প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এর মধ্যে জানা গেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের মধ্যে শিলিগুড়ির জেলা কমিটির মনোনয়ন নিয়ে বেশী চিন্তিত।কারন এবারে নির্দেশ আছে বেশী বয়োসের কাউকে নেওয়া যাবে না।এবং জেলা কমিটিতে মহিলাদের রাখতে হবে। তাই পাপিয়া ঘোষের মতামতের গুরুত্ব বেশী পাবে বলে মনে করছেন রাজনৈতিক ব্যক্তিরা। এমনিতেই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে মতবিরোধ প্রচুর,তাই কে কাকে নিয়ে চলবে এটাও মনে হয় কারো পক্ষে বলা সম্ভব নয়।তাই অভিষেক বন্দোপাধ্যায় কি নির্দেশ দেন সেটাও দেখতে চাইছেন উত্তরের রাজনৈতিক মহল।প্রাথমিকভাবে প্রথমে আঠাশজনকে ঠিক করা হলেও পরে তা বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেও সমস্যা তৈরী হয়েছে কার লোক বেশী থাকবে।কে বেশী প্রাধান্য পাবে। তাই আপাতত রাজ্যের বিশেষ করে অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।বাকিটা হয়ত সময়ই বলে দেবে।