|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ির 14নং ওয়ার্ডে নিজেই আজ দেওয়াল লিখন শুরু করলেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত,গতবারের বিজয়ী কাউন্সিলার গত কয়েক মাস ধরে শিলিগুড়ি পুরসভার অন্যতম বোর্ড অফ আডমিনিষ্ট্রেটার ছিলেন তিনি।
জানালেন আমি এবারে গতবারের চেয়ে বেশী আশাবাদী আমি জীতবো।এবারের ভোটে জীততে আমি ওয়ার্ডের প্রত্যেক মানুষের কাছেই পৌছে যাব জানালেন শ্রাবনী দত্ত।তিনি আরো জানালেন মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা পেয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ।আমি একজন সাধারন কর্মী হিসাবে তার এই প্রচারকে এগিয়ে নিয়ে যেতে চাই।শ্রাবনী দত্ত আরো জানালেন এবারে আমাদের ওয়ার্ডে ভোটার অনেক বেড়েছে,কাজেই একটু পরিশ্রম করতে হবে।তবে এবারে আমার বিশ্বাস আমি এবারে গতবারের চাইতে আরো বেশী ভোটে জীতবো আর শিলিগুড়িতে এবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে।আমি আমার সময়ে মানুষের জন্য যতটা পারি করতে চেষ্টা করেছি।আমার ওয়ার্ডে হরিজন ভাইদের একটা আলাদা এলাকা আছে,আমি তাদের চাহিদা মেটানোর চেষ্টা করেছি,আর আমার চেষ্টা যতটা পারি করতে চেষ্টা করেছি।এবারে আমার পরিক্ষা শুরু,আমি আশাবাদী আমি জনগনের রায়ে জয়লাভ করবো।দুএকদিনের মধ্যে আমি লিষ্ট পেয়ে যাব,তারপরেই আমি বাড়ি বাড়ি পৌছে যাব জানালেন জয়ের ব্যাপারে আশাবাদী শ্রাবনী দত্ত।