এক ঘণ্টার মধ্যে ইডির দপ্তর থেকে বেরিয়ে এলেন অভিষেক

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এক ঘণ্টার মধ্যে ইডি দপ্তর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    দপ্তর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।”

    তিনি আরো জানান, “আমি তদন্তে বরাবর সহযোগিতা করেছি। চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকোনোর কিছু নেই। ওরা মাত্র দু’দিন আগে আমাকে নোটিস পাঠিয়ে নথি নিয়ে সশরীরে হাজির হতে বলেছিল। তাই আমি আজ নথি নিয়ে এসেছিলাম। ভবিষ্যতেও যত বার ডাকবে, তত বার আসব।”