গোপন রিপোর্ট কিভাবে সংবাদমাধ্যমে? স্পিকারকে চিঠি লিখলো মহুয়া

দেবজিৎ মুখার্জি: এথিক্স কমিটির গোপন রিপোর্টের খসড়া কীভাবে নির্দিষ্ট সংবাদমাধ্যমে ফাঁস হল। এই নিয়ে প্রশ্ন তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ঘটনাকে বিশেষ অধিকার লঙ্ঘনের সামিল বলে দাবি করেছেন।

    বুধবার একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, তৃণমূল সাংসদ মহুয়ার সাংসদ পদ খারিজ করা হোক। এমনই সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। ওই ৫০০ পাতার রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আইনি তদন্তের পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ কমিটিতে হাজিরা দেওয়ার কথা মহুয়া মৈত্রের। তার আগেই স্পিকারের কাছে চিঠি লিখে এথিক্স কমিটির উপরই চাপ তৈরির চেষ্টা করলেন তৃণমূল সাংসদ। এমনই মনে করছেন রাজনৈতিক মহল।