তবে কি যুদ্ধ শুরু হয়ে গেলো?

ইলিয়াস মল্লিক, নতুন গতি: অপারেশন চলছে, চলতে থাকবে, সফলতা মিলতে থাকবে” এমনটাই বললেন সিআরপিএফ ডিজি আরআর ভট্টনাগর।কয়েকটি আন্তর্জাতিক স্তরের সংবাদমাধ্যমের খর‌বর অনুযায়ী পাকিস্তানি এয়ারফোর্সের এফ-16 বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় নিয়ন্ত্রণ রেখার মধ্যে আসলে ভারতীয় বায়ুসেনা গুলি চালিয়ে ঐ বিমান ধ্বংস করে দেয় তবে ঐ পাকিস্তানী বিমানের পাইলটকে প্যরাসুটে নামতে দেখা গেলেও, তার কোন খোঁজ পাওয়া যায়নি। এরপরেই সীমালঙ্ঘনের জবাব দিতে ভারতীয় বায়ুসেনার দুই বিমান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় গুলি বর্ষণ করে। তবে ঐ দুটি বিমানকে আকাশ পথে ধংস করে একটি বিমানের পাইলটকে গ্রেফতার করেছে বলে দাবি করছে পাকিস্তান এয়ারফোর্স।এই হামলার ঘাতপতিঘাতের ফলে এক যুদ্ধকালিন পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র উত্তরভারতে।

    অমৃতসর বিমানবন্দরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা, যাত্রীরা নাজেহাল।

    এই কারনে পাঠানকোট,অমৃতসর, দেরাদুন,জম্মু ও কাশ্মীরের বিমানবন্দর তথা উত্তর ভারতের আকাশ পথে সবরকম বানিজ্যিক ও যাত্রীবাহী বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাঠানকোট, শ্রীনগর,লে- তে বায়ুসেনার এয়ারবেসে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই।

    হাই এলার্ট জারি শ্রীনগর এয়ারবেসে।