|
---|
সাহিদ খান, আরামবাগ: আজ বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন। এদিন সকাল থেকেই আরামবাগ শহরের অন্যতম ব্যস্ত গৌরহাটি মোড় , মুথাডাঙ্গা , মায়াপুর সহ একাধিক এলাকায় দেখা গেল পুলিশের টহলদারি, ট্রাফিক নজরদারি এবং নাকা চেকিংসাপ্তাহিক লকডাউন এর প্রথম দিনই সকাল থেকে শহরের সমস্ত দোকানপাট ছিল বন্ধ তবে আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেল কিছু যাত্রীদের ৷ বেশকিছু যাত্রীর মুখে ছিল না মাস্ক। এদিকে কালিপুর এলাকায় মাস্ক বিহীন পথ চলাতে সাধারণ মানুষদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাড়ি ফেরানো হয়। তাছাড়া এদিন সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে আরামবাগ শহরের পথে পথে দেখা গেল পুলিশের টহলদারি।