|
---|
নিজস্ব সংবাদদাতা : পাহাড়িয়া বোলতার দংশনের আতঙ্কে জনসাধারণ,,,,,,,,, বাবু হক,,,,,, হাওড়া জেলার জয়পুর থানার জয়পুর বাগনান বাসরাস্তার পশ্চিম ফুটে খালনা লাইব্রেরী মোড়ের কিছু তফাতে এক চারা তালগাছের ঝোপের মধ্যে এক অদ্ভুত ধরনের পাহাড়িয়া বোলতার চাকে চিকচিক করছে পাহাড়িয়া বোলতা হলুদ কালো রংয়ের, এদের, বাসাটা সচরাচর দেখা যায় না বলে জানা যায়।
স্থানীয় পথচারী, বাসযাত্রী, স্কুল কলেজের ছাত্র -ছাত্রী, অফিস যাত্রীরা এই পাহাড়ী বোলতার দংশনের আতঙ্কে দিনযাপন করছে।
প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন প্রতিভাবান কলেজ ছাত্রী সিরাজাম মনিরা আমাদের প্রতিবেদককের মাধ্যমে।