|
---|
নিজস্ব প্রতিবেদক, খড়গপুর: করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জন-সাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সিপিআইএমের খড়্গপুর শহর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে চলা “রেড ভলান্টিয়ার” ও “জন-স্বাস্থ্য পরিষেবা সহায়তা কেন্দ্র”-রবিবার ৭৫ তম দিনে পা দিল৷ এই দিনে কার্যত লকডাউনের মধ্যেই কোভিড স্বাস্থ্যবিধি মেনে রোগী পরিবহন পরিষেবা, টেলি-মেডিসিন, রোগী সহ পরিবারের জন্য রান্না করা খাওয়ার পরিষেবা,আক্রান্ত পরিবারের জন্য বাজার ,ঔষধ সহ যেকোন জরুরী প্রয়োজনে পরিষেবা এবং গৃহ স্যানিটাইজেশনের পরিষেবার শুভ সূচনা করলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম৷ উপস্থিত ছিলেন রোগী পরিবহনের জন্য গাড়ী দাতা সুতপা দাশগুপ্ত, সিপিআইএম জেলা কমিটির নেতৃত্ব বিজয় পাল, সবুজ ঘোড়াই ও স্মৃতিকণা দেবনাথ, বর্ষীয়ান নেতৃত্ব হরেকৃষ্ণ দেবনাথ প্রমুখ৷ সভাপতিত্ব করেন রেড ভলান্টিয়ারের আহ্বায়ক অমিতাভ দাস৷
উল্লেখ্য রোগী পরিবহনের এই গাড়টি শ্রীমতি সুতপা দাশগুপ্ত তাঁর প্রয়াত শ্বশুর স্বাধীনতা সংগ্রামী ননীগোপাল দাশগুপ্তর স্মৃতিতে প্রদান করেন।অনুষ্ঠানের শুরুতে ভারতীয় গণ-নাট্য সংঘ, গন-জাগরণ কন্ঠ প্রেমবাজার শাখার শিল্পীরা গণ সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন৷এদিনের কর্মসূচি থেকেই খড়্গপুর আইআইটির বিভিন্ন ল্যাবরেটরিতে থাকা অক্সিজেন সিলিন্ডার অবিলম্বে জনস্বার্থে ব্যবহার করার দাবি জানানো হয়। এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য খড়্গপুর আইআইটি’র ডাইরেক্টরের কাছে দাবিপত্রও পেশ করা হয়। উল্লেখ্য এই পরিষেবা সমূহ গোটা খড়্গপুর শহর ও শহর সংলগ্ন এলাকায় পাওয়া যাবে।