নবনির্বাচিত স্পিকারের অভিনব সিদ্ধান্ত পার্লামেন্টে আর কোন ধর্মীয় স্লোগান নয়

নতুন গতি নিউজ ডেস্ক:শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে লোকসভা প্রার্থীরা যেভাবে ধর্মীয় স্লোগান নিয়ে একে অপরকে বিষোদগার করলেন এবং ধর্মীয় স্লোগান তুলে অস্থির পরিস্থিতি তৈরি করেছিলেন তা দেশ সমাজ এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের গুলি প্রতি একটি নেতিবাচক বার্তা ছড়াচ্ছিল। সেই মর্মে নবনির্বাচিত স্পিকার ওম বিড়লা আজ ঘোষণা করেন পার্লামেন্টে আর কোন ধর্মীয় স্লোগান নয়।

    লোকতন্ত্রর পীঠস্থান লোকসভায় কোনও ধর্মীয় স্লোগান বরদাস্ত করবেন না স্পিকার ওম বিড়লা৷ নিজেই বুধবার এ কথা দ্ব্যর্থহীন ভাষায় জানান তিনি৷ তাঁর কথায়, ভারত অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ৷ এখানে সব ধর্মের মানুষের সহাবস্থান৷ তাছাড়া লোকসভা স্লোগান দেওয়ার জায়গা নয় বলেই বিশ্বাস করেন তিনি৷ তিনি জানান, বহুদলীয় গণতন্ত্রে ধর্মীয় স্লোগান লোকসভার ভেতরে দেওয়া একেবারেই ঠিক নয়৷ উল্লেখ্য শপথ নেওয়ার সময় সাসংদরা লোকসভার ভেতরে জয়শ্রীরাম, আল্লাহ-হু- আকবর, জয় মা কালী ইত্যাদি ধর্মীয় স্লোগান দিয়েছিলেন৷ যা অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছ বলে মন্তব্য করেন বিড়লা৷ এই নিয়ে বৃহত্বম বিরোধী দল কংগ্রেসর লোকসভার নেতা অধীর চৌধুরী তাঁর স্বাগতিক ভাষণে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ তিনি স্পিকারকে এমন স্লোগান বন্ধের জন্য অনুরোধ করেছিলেন৷ তাঁর কথা রাখলেন ওম বিড়লা৷ লোকসভার ভেতরে ধর্মীয় স্লোগান নিষিদ্ধ ঘোষণা করলেন৷

    এবার লোকসভায় শপথ স্বাধীন ভারতে অন্যান্য বারের তূলনায় একেবারে ভিন্ন৷ রামমিন্দর নিয়ে রজনীতি সেই ৯২ সালের পর থেকে চললেও লোকসভার ভেতরে এর আগে কখনও শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় জয়শ্রীরাম, আলাহ-হু- আকবর ধ্বনি দেননি কোনও সাংসদ৷ এবার রামকে মন্দির থেকে বিজেপি তাদের রাজনৈতিক স্লোগানে রূপান্তরিত করল৷ যা নিয়ে বিরোধীরা তীব্র আপত্তি জানিয়েছেন৷ ফলে স্পিকার এমন সিদ্ধান্ত নিলেন৷ তাঁর কথায় সংসদ অধিবেশন বিশ্বের বহু মানুষ দেখেন৷ তাই সংসদের ভেতরে এমন কিছু করা ঠিক নয় যাতে দেশের সম্মানহানি হয়৷ তাঁর সাফ কথা, যাবতীয় কায়দা কানুন মেনেই চলবে সংসদ অধিবেশন৷ তার বাইরে কোনও রকম আলটপকা কাজকে একেবারেই বরদাস্ত করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন৷

    সব দলের সমর্থন নিয়ে স্পিকার হয়েছেন রাজস্থানের কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা৷ ৫৬ বছরের এই সাংসদ জানান, আমাকে যেহেতু সব দলই লমর্থন করেছে সেজন্য স্পিকার হিসাবে আমি সব দলের স্বার্থ দেখব৷ এবার সংসদের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোগান বেঁধে দিয়েছেন- পক্ষ নয়, বিপক্ষ নয় , নিরপেক্ষ৷ সে কথা উল্লেখকরেছিলেন বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী তাঁর ভাষণে৷ একই কথা শোনা গেল স্পিকারের মুখেও৷ তবে তিনি কী নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে পারবেন? বলবে ভাবীকাল৷