|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “আলোচনা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে” যুদ্ধের আবহাওয়া বিস্ফোরক মন্তব্য ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন “তাঁর সঙ্গে আলোচনার জন্য আমি রাজি। পুতিনের সঙ্গে কথা বলার জন্য সমস্ত সম্ভব চেষ্টা করা উচিত। কিন্তু এই চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।”
তবে তিনি এটাও স্পষ্ট করে জানান “রাশিয়া যদি মনে করে তাদের মদতপুষ্ট ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে ইউক্রেনের সরকার স্বাধীন বলে ঘোষণা করবে, তবে সেই ইচ্ছে পূরণ হবে না। এই সংক্রান্ত কোনো বোঝাপড়াতেই আসতে চাইনা।”