হিজাব কাণ্ডের প্রভাব বাহারিনে! হিজাব পরা মহিলাকে প্রবেশ করতে না দেয়ায় বন্ধ হল ভারতীয় রেস্টুরেন্টে

নতুন গতি নিউজ ডেস্ক: কর্নাটকের হিজাব কাণ্ডের প্রভাব পরলো বাহারিনে। হিজাব পড়ে আসার জন্য এক মহিলাকে রেস্টুরেন্টে না ঢুকতে দেওয়ায় সাড়ে তিন দশক পুরনো ভারতীয় রেস্তরাঁ বন্ধ করলো বাহরিনের টুরিজম অ্যান্ড এক্সজিবিশন অথোরিটি (BTEA)।

    BTEA জানান “মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে কিংবা নাগরিকদের জাতীয় পরিচয়ের পরিপন্থী এমন যে কোনও ঘটনা বিপক্ষে আমরা। তাই সকলকে দেশের নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।”

    এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হতেই ওঠে নিন্দার ঝড়। ক্ষমা চায় রেস্তরাঁ কর্তৃপক্ষ কিন্তু তদন্ত চলবে বলেই জানিয়েছে বাহরিনের পর্যটন মন্ত্রক।