অবিশ্বাস্য প্রতিরোধ ইউক্রেনের! মৃত্যু হল আর একজন রুশ কমান্ডারের

নতুন গতি নিউজ ডেস্ক: ২৮ দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। আরেকজন রুশ কমান্ডার কর্নেল আলেক্সেই শারভ মারা গেলেন যুদ্ধে। এই নিয়ে পুতিনের শীর্ষস্থানীয় সামরিক নেতাদের মধ্যে ১৫ জন ইউক্রেন হামলায় নিহত হলেন।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি লড়াইয়ে এতজন কমান্ডারকে হারানোর ঘটনা রাশিয়ার সঙ্গে আর কখনও ঘটেনি। স্বাভাবিক ভাবেই এই যুদ্ধে রাশিয়াকে কতটা কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তা বোঝাতে এই উদাহরণ যথেষ্ট।