বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:- বিবাহ বহির্ভূত  সম্পর্কে লিপ্ত স্ত্রী। আর সেই কারণেই  স্ত্রীর প্রেমিকের বুকে ছুরি  চালাল স্বামী। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই  মৃত্যু হল প্রেমিকের। আর এই  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে  মালদার হরিশ্চন্দ্রপুরে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায়  জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে দু’‌মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গিয়েছিল গোবিন্দ প্রামানিক(‌৩০)‌। অভিযোগ,  এই রাগে গোবিন্দ প্রামাণিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। ঘটনাটি ঘটেছে  মালদার হরিশ্চন্দ্রপুর-‌১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। জানা যাচ্ছে  গোবিন্দ প্রামানিক চাঁচলে যাচ্ছিলেন। সেই সময় কনুয়া ব্রিজের কাছে গোবিন্দ প্রামানিককে লক্ষ্য করে সামনে থেকে বুকে ছুরি ঢুকিয়ে দেয় কৃষ্ণপদ সাহা। রক্তাত্ব অবস্থায় মাটিত লুটিয়ে পরে গোবিন্দ। তার চিৎকারে স্থানীয়রা  ছুট আসতেই অভিযুক্ত পালিয়ে যায়। গুরুতম জখম গোবিন্দ প্রামানিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যালে স্থানান্তর করলে পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামানিকের। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের ২ কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ। তাঁর বুকে চাকু ঢুকিয়ে খুন করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান,ঘটনায় কৃষ্ণপদ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।