|
---|
মথরাপুর:নুরউদ্দিন: অনুষ্ঠানে প্রায় পাঁচ শত প্রতিযোগি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণচন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মাননীয় বপি হালদার মহাশয়,প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড হারবার নেহরু যুব কেন্দ্রের উপনির্দেশক – মাননীয় অশোক সাহা মহাশয়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাননীয় কপিল কুমার,সুজিত ভান্ডারী(প্রোজেক্ট ডায়রেক্টর নমামী গঙ্গা),রথিন কাঞ্জী(সমাজ সেবক), সুরঞ্জন চক্রবর্তী(সভাপতি সিংহের চক পল্লী উন্নয়ন সমিতি),দয়াম মন্ডল (শিক্ষক),ব্রজোগোপাল মন্ডল(শিক্ষক),আরো অন্যান অতিথি বৃন্দ।
সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলোন ও মনীষী দের মাল্যদান করে ,অতিথি বৃন্দের বরন করে নেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে র সূচনা করেন।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় অশোক সাহা মহাশয় স্বাগত ভাষনের মধ্যে তুলে ধরেন ,আজকের ২১ শে মে ২০২৩ যুব উৎসবে ১৫ থেকে ২৯ বছর ছেলে মেয়েরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করে।প্রতিযোগিতার বিষয় গুলি ছিলো নিজের লেখা কবিতা পাঠ,বক্তব্য, ছবি আঁকা, ফটোগ্ৰাপ,ফ্রক ডান্স,
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর স্টল আসে নিজস্ব হাতে তৈরি জিনিস নিয়ে।
যুবকদেরকে আরো বেশী করে এগিয়ে আসতে হবে।সংস্কৃতির মান উন্নয়ন করার জন্য।
প্রতি যোগিতায় যারা প্রথম,দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের হাতে প্রশংসা পত্র,ট্রফি, নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মথরাপুর থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।