লকডাউন জেরে এবার এক মাসের বাড়ি ভাড়া নেওয়া যাবেনা শ্রমিকদের বাড়িওয়ালাদের নির্দেশ কেন্দ্রের

লকডাউন জেরে এবার এক মাসের বাড়ি ভাড়া নেওয়া যাবেনা শ্রমিকদের বাড়িওয়ালাদের নির্দেশ কেন্দ্রের

    নতুন গতি ওয়েব ডেস্ক: লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যের কাজে যাবার শ্রমিকদের বিভিন্ন রাজ্যে আটকে পড়েন ,এই অবস্থায় সকলে বাড়ি ফেরা মুখী হয়ে পড়েন শ্রমিকরা,কোথায় ঘরমালিক বেরকরে দিচ্ছেন কোথাও বা টাকা নেই শ্রমিক দের কাছে। খাবার কিনে খাওয়ার মত টাকা নেই,তার উপর আবার ঘর মালিক দের ঘর ভাড়া দিবে কিভাবে,তাই এবার কেন্দ্র সরকার জানিয়ে ছেন যে কোনো শ্রমিকদের কাছে থেকে ঘর ভাড়া নেওয়া যাবেনা।
    কারণ এর ফলে শ্রমিকদের বাড়ি মুখী থেকে কিছুটা স্বস্তি পাবে।

    বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী বলা হয়েছে এক মাসের বাড়ি ভাড়া নেওয়া যাবেনা। কারো বাড়িতে যদি কোনো শ্রমিক থাকেন তাহলে বাড়িওয়ালা কোনো ভাবে চাপ দিতে পারবে না বলে জানান