|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়া স্টেশনের পুরনো ভবনের অস্তিত্ব ছিল ১৮৫৪ সাল থেকে ১৯০৫ সাল পর্যন্ত। তার মধ্যেই বর্তমান হাওড়া স্টেশনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়। রেল সূত্রের খবর, পুরনো রেললাইনটির দৈর্ঘ্য ১৫০ মিটার পর্যন্ত হতে পারে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই রেললাইন ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল। পুরনো মানচিত্র থেকে অনুমান, ওই অংশে সেই সময়ের হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম ছিল। পরে তার কাছাকাছি পার্সেল প্ল্যাটফর্ম তৈরি হয়। তবে এখনও ওই রেললাইনের বয়স সম্পর্কে নিশ্চিত নন আধিকারিকেরা। তবে আপাতত অতি সাবধানে খোঁড়াখুঁড়ি করে রেললাইন যত দূর সম্ভব উদ্ধারের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে প্রত্নতত্ত্ববিদদের সাহায্য নেওয়া হচ্ছে। রেললাইন উদ্ধারের পরে তার বয়স নির্ণয় করে ইতিহাসের বিস্তারিত বিবরণ জানার চেষ্টা করা হবে।