|
---|
মোল্লা জসিমউদ্দিন : ৪ আগস্ট সালকিয়ার কিশোর কুমার মূর্তির কাছে ‘সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন’ (SKKMCA) কিংবদন্তি গায়ক কিশোর কুমারের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করে থাকে , এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিতে মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরী প্রমুখ ছিলেন । SKKMCA-এর সদস্যরা এবং কিশোর কুমারের ভক্তরা একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল যার মধ্যে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা ছিল। বর্ণাঢ্য সন্ধ্যার অনুষ্ঠানটি ঝুমকি সেন, অমিত গাঙ্গুলি, বর্নালী রায়চৌধুরী, সঞ্জুক্তা সংযুক্তা দে, সৌরভ দাস, কুমার সঞ্জয় এবং জয় হাজরার মতো প্রতিভাবান গায়কদের অসংখ্য অবিস্মরণীয় গানের সাক্ষী ছিল। কিশোর দেশানি, গোপাল পান, শ্যাম সুন্দর মালহোত্রা, অরিজিৎ বাতাবিয়াল এবং SKKMCA-এর অন্যান্য কর্মকর্তারা অমর গায়ক কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।