|
---|
নিজস্ব প্রতিনিধি, গলসি : গলসিতে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার কে সম্বর্ধনা দিলো ডিডিএন বাংলা নামক একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যম। এদিন তাদের কর্মকর্তারা গলসির গলিগ্রামে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুর আড়াইটা নাগাদ তিনি জাতীয় সড়কের পাশে গলিগ্রামে আসেন। আয়োজকরা তাকে ফুল উত্তরিয় ও মেমেন্ট দিয়ে বরন করে নেন। পাশাপাশি পারাজ ও উচচগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরন করা হয়। প্রদীপ মজুমদার মন্ত্রী হবার পর আজই প্রথম তিনি বর্ধমান জেলার গলসিতে আসেন। সেখান থেকে তিনি দুর্গাপুরের উদ্দ্যেশে রওনা দেন। গলিগ্রামে তার সম্বর্ধনা দেবার আয়োজন করেন সাংবাদিক আজিজুর রহমান ও সফিকুল ইসলাম। তারা ছাড়া উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, উচ্চগ্রাম পঞ্চায়েত প্রধান মনসা বাউরি, পারাজ পঞ্চায়েত সদস্য রহমত মোল্লা, স্থানীয় বাসিন্দা, সরোজ চক্রবর্তী, অসীম চক্রবর্তী, লালন সেখ, উত্তম রায়, মিন্টু রায় বকুল সেখ সহ অনেকে। এদিনের সম্বর্ধনা স্থল থেকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী তাকে পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন দপ্তরের মন্ত্রী করায় তিনি কৃতজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসুত জনমুখী প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করেছেন। যাতে বাংলার মানুষের উন্নতি সাধন হয়েছে। আবারও মন্ত্রী হয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। আগামী দিনে গ্রামঞ্চলের মানুষের উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি সকল প্রচেষ্টা চালিয়ে যাবেন। তার লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রীর জন কল্যাণ মূলক সকল কাজকে আরো আরো বেশি বেশি মানুষের কাছে পৌছে দেওয়া। তাছাড়া পঞ্চায়েত ব্যবস্থার মধ্য দিয়ে গ্রামাঞ্চলের মানুষের উন্নতি সাধন করা। তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি গলসি এলাকায় আবার আসবেন। তাছাড়া জীবনে যতদিন বাঁচবেন ততদিন মানুষের জন্য কাজ করবেন এবিষয়ে তিনি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতার কামনা করেছেন।