অবৈধ বালি বোঝাই ২ টি ট্রাক্টর আটক, সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জেলা জুড়ে অবৈধ বালি পাচার রোধে প্রশাসন সক্রিয়।এতদসত্ত্বেও বালি পাচার রোধ বন্ধ হচ্ছে না।তাই জেলার বিভিন্ন স্থানে নদী থেকে বালি তোলে পাচার করার সময় পুলিশের হাতে আটকে পড়ছে গাড়ি সহ। বৈধ নথি ছাড়া বালি বহনের অভিযোগে বালি বোঝাই লরি ও ট্র্যাক্টর আটকে রয়েছে থানার মধ্যে।

    অনুরূপ শুক্রবার রাত্রে অবৈধ ভাবে ২টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিশ।জানা যায় রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে চিনপাই কালীভাসা রোডের কাছে চালকসহ ২টি ট্রাক্টর আটক করে পুলিশ।ধৃতদের নাম সেখ রসিদুল ও নূর হোসেন। দুজনেরই বাড়ি দুবরাজপুর থানার বোদাকুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, কোনও বৈধ নথি ছাড়াই ওই ট্র্যাক্টর গুলোতে বালি নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের শনিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।