|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর: সাতসকালে রঘুনাথগঞ্জের আমবাগানে ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য খুন নাকি আত্মহত্যা তা এখনও অধরা!যদিও খুনের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী ও শশুর বাড়ির আত্মীয় পরিজনরা। বুধবার ভোরে রঘুনাথগঞ্জ মিঠিপুর গঙ্গার আমবাগানে এক যুবকের ঝুলন্ত দেহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম বাবলু শেখ তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুরে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে । ওই যুবকের দুই ছেলেমেয়ে ও রয়েছে। এক সপ্তাহ আগে রাজমিস্ত্রির কাজ শেষ করে বিদেশ থেকে বাড়ি ফিরেছে বাবলু শেখ নামে ওই মৃত্যু যুবক। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে জমি জায়গা নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গন্ডগোল চলছিল তারপর থেকে সে পার্শ্ববর্তী গ্রাম মিঠিপুড়ে শ্বশুর বাড়িতেই থাকতো।হটাৎ বুধবার ভোরে আমবাগানে ঝুলন্ত দেহ দেখতে পাই স্থানীয় বাসিন্দারা। তার স্ত্রীর অভিযোগ তার স্বামীকে খুন করে ঝুলিয়ে দিয়েছে,আমার স্বামীর পরিবারের লোকজন।
তাঁর স্ত্রী আঞ্জুরা বিবি বলেন আমার স্বামীকে বাড়িতে থাকতে দিতনা আমার শ্বশুর বাড়ির লোকজন। জমি জায়গার বিবাদের জেরেই মেরে ঝুলিয়ে দিয়েছে আমার স্বামীকে।স্ত্রীর দাবি পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক।এই নিয়ে গোটা এলাকায় শোকের ছায়া,সহ ধর্মিনি ও সন্তানদের মাঝে কান্নার রোল। আর বাবা বলে ডাকার মতো কেউ থাকলো।