নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলা সঙ্গীত মেলায় উদ্বোধন হলো, পারিজাত এর নতুন গান “এই নয় সব কিছু”। উদ্বোধন করলেন ভূমি ব্যান্ড এর দিকপাল শিল্পী সৌমিত্র রায়, সঙ্গে ছিলেন ভূমি ব্যান্ড এর অভিজিৎ ঘোষ। পারিজাত এই মঞ্চে নিজেদের গান ও লোক গান পরিবেশন করে। দর্শক শ্রোতারা খুবই প্রশংসা করেন।