২৬ নং ওয়ার্ডের গোদায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, প্রার্থী ডা: মমতাজ সংঘমিতার সমর্থনে দেওয়াল লিখনে৷

সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানের জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী বর্ধমান – দূর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: মমতাজ সংঘমিতার সমর্থনে দেওয়াল লিখনে হাত লাগান। কাঞ্চন কাজী জানান, দেওয়াল লিখন প্রায় শেষ করে ফেলেছেন তারা। প্রতিদিন দু বেলা ঘরে ঘরে চলছে প্রচার। দিদির উন্নয়ন ও মোদির অনুন্নয়ন সম্পর্কে মানুষকে অবগত করছেন। এবং মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, বিদায়ী সাংসদ মমতাজ সংঘমিতা দ্বিতীয় বার এ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে, সিপিএমের প্রার্থী আভাস রায় চৌধুরী, কংগ্রেসের প্রার্থী হয়েছেন রণজিৎ মুখার্জি। তৃণমূল নেতা কাঞ্চন কাজী জানালেন, গতবারের থেকে এবার অনেক বেশি ব্যবধানে বিজয়ী হবেন তাঁদের প্রার্থী। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সংঘমিতা ১,০৭,৪২১ ভোটে সিপিএম প্রার্থী শেখ সাইদুল হক কে পরাজিত করেন। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৫,৫৪,৫২১টি ভোট সিপিএম প্রার্থী পেয়েছিলেন ৪,৪৭,১৯০টি ভোট। তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন ২, ৩৭,২০৫ টি ভোট। কংগ্রেস প্রার্থী প্রদীপ অগস্তী ৪৪,৩৫৫ টি ভোট পেয়েছিলেন। বিজেপি গতবারের প্রার্থী কে এবার রায়গঞ্জে প্রার্থী করেছে ও দার্জিলিং এর বিদায়ী সাংসদ কে প্রার্থী করেছে এখানে। অন্যদিকে সিপিএম দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে। ফলে ডা: মমতাজ সংঘমিতা যে এবার বিপুল ভোটে বিজয়ী হতে চলেছেন তাতে একমত এলাকার অধিকাংশ মানুষ।