|
---|
নতুুন গতি,মালদাঃ-কালিয়াচক থানা লাগোয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের ফুটপাত থানাপাড়ার কাছে ড্রেন ব্যবস্থা না থাকায়। দীর্ঘ এক বছর থেকে।।এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কালিয়াচক থানাপাড়ারবাসিন্দারা।আগে এই থানাপাড়া বা রাস্তার জল ৩৪নং জাতীয় সড়ক লাগোয়া যে হাইড্রেন ছিল সেই ড্রেন দিয়ে জল চলে যেত ঠুঁটিয়ায়।।কিন্তু প্রায় দুই-তিন বছর আগে যখন ৩৪ নং জাতীয় সড়ক এর চার লেনের রাস্তার কাজ শুরু হয় তখন জাতীয় সড়ক লাগোয়া যে হাইড্রেন ছিল সেটা ভেঙে ফেলা হয়েছিল এবং জল নিকাশি ব্যাবস্থা পুরো বন্ধ হয়ে যায়।।পরে NHAI এর পক্ষ থেকে একটি ছোটো ড্রেন বানানো হয় কিন্তু তারা সাফ জানিয়ে দেন যে এই ড্রেন শুধুমাত্র NHAI এর, কোনো গ্রামের ড্রেনের জল তারা এই ড্রেনে আসতে দিবেন না যার ফলে থানাপাড়াবাসি এখন পুরো অসহায়।।এই রাস্তার ধারে সারি সারি ভাবে লেগে থাকে অটো, তারা প্যাসেঞ্জার নিতে অসুবিধে হয় কারন এই ড্রেনের নোংরা জলের উপর দিয়ে তাদের যেতে হয়।।এই গ্রামে পাশে মসজিদ রয়েছে সেখানে যেতে সমস্যা মুখে পরতে হছে স্থানীয় বাসিন্দাদের। এক ব্যাবসিক ফিরোজ আলি জানান “আমরা বহুদিন থেক এই সমস্যায় ভুগছি,পঞ্চায়েত মেম্বার,প্রধান,বিডিও সকলেই এই ব্যাপারটা জানেন তারপরও কারও কোনো ভ্রুক্ষেপ নেই।।এই রাস্তা তাড়াতাড়ি না ঠিক হলে আর আমাদের থানাপাড়ার ড্রেন ব্যবস্থা ঠিক না হলে বৃহত্তর আন্দলোনে যেতে বাধ্য হবো”।
অটো ড্রাইভার আজাদ সেখ ক্ষিপ্ত হয়ে জানান ” অনেকে এই নোংরা জল ডিঙিয়ে আসেন,আবার বয়স্ক মানুষেরা হোচট খেয়ে পড়ে যান,যার ফলে আমাদের ও খুব খারাপ লাগে প্রশাসন ঘুরেও দেখছেন না বলে অভিযোগ।