তিন দিনের আদিবাসী মেলা শুরু হলো রাজনগরে।

তিন দিনের আদিবাসী মেলা শুরু হলো রাজনগরে।
খান আরশাদ, নতুন গতি,বীরভূম:তিন দিনের আদিবাসী মেলা শুরু হল বীরভূমের রাজনগরের ডাকবাংলো ময়দানে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের একশটি আদিবাসী অধ্যুষিত ব্লকে আয়োজন করা হয়েছে আদিবাসী মেলার। বুধবার আদিবাসী অধ্যুষিত ব্লক রাজনগরেও শুরু হলো আদিবাসী মেলা। এই উপলক্ষে আদিবাসীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজনগর ডাকবাংলায় আয়োজিত এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই উপলক্ষে বিভিন্ন ধরনের আদিবাসী নৃত্য ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আদিবাসী সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী স্টল করা হয়েছে এই মেলায়। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও অলোক মৌলিক রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, মহঃ সরিফ, বামাপদ ঘোষ পরিমল সাহা , বলদেব বাস্কি সহ অন্যান্যরা। রাজনগর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ২০ টি আদিবাসী দল এই মেলায় অংশ নেয়।