মোঃ নাওয়াজ শরীফ, নুতুন গতি : গতকাল উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত করণদীঘি ব্লক এর টুঙ্গিদিঘিতে ৩৩ হাজার বিদ্যুৎ তার টাঙানোর কাজ চলছে। সেই তার টাঙানোর জন্য একটি আম গাছ কাটতে হয়। সেই আম গাছটি কাটার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছু সময় এর জন্য বন্ধ রাখা হয়।