|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এবছরও কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের জয়নাল আবেদিন মঞ্চে, পাশাপাশি অত্র বিদ্যালয়ের শিক্ষাকর্মী পারুল ঘোষ কে বিদায় সংবর্ধনা জানানো হয় কারণ গত ৩১ শে জানুয়ারি ২০২২ তারিখ ছিল পারুল ঘোষ এর চাকুরি জীবনের শেষ দিন। করণা মহামারীর কারণে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়নি তাই আজ ১৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপনের মঞ্চে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়।এদিন দুপুর ১টার সময় অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের উদ্বোধনী সংগীত মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়।অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বদিউজ্জামান, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়নুল আবেদিন রঙধনু পাক্ষিক সংবাদ পত্রিকার সম্পাদক তিনি কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন স্মারক বক্তৃতা- বিদ্রোহী কবি কাজী নজরুলের ছেলেবেলা জীবনী নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোবাশ্বের আলী, নুরুল আমিন, রুহুল আমিন, আশাদুল্লাহ, লক্ষণ দাস, সুমন শরীফ, ইফতিকার আলম, রহমতুল্লাহ, আবদুল লতিফ প্রমুখ। বিগত দুবছর থেকে করণা মহামারীর কারণে স্কুল বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, এদিনের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য নাটিকা, ইত্যাদি ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মুর্শিদ সারওয়ার জাহান এবং আশিকুল ইসলাম।