|
---|
মহঃ সফিউল আলম , নতুনগতি , রাজনগর :
বীরভূম জেলার রাজনগর ব্লকের গণেশপুর গ্রামের ৫০ জন বিজেপি কর্মী সমর্থক আজ ১ জানুয়ারী আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ৷ ব্লক তৃণমূল কংগ্রেস এর চেয়ারপার্সন সুকুমার সাধু এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ৷
জানা গিয়েছে , তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মূলক কাজে মুগ্ধ হয়ে ওই সব বিজেপি কর্মীরা কিছুদিন আগেই সিদ্ধান্ত গ্রহণ করেন দল বদল করে তৃণমূলে যোগ দেওয়ার ৷ সংশ্লিষ্ট দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগও করেন তাঁরা ৷অবশেষে তাঁরা একযোগে আজ আনুষ্ঠানিক ভাবে শাসক দলে যোগদান করেন ৷ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বিশিষ্ট মানুষ জনেরা ৷এবিষয়ে অবশ্য বিজেপির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷অনেকের ধারণা , আগামীতে বীরভূমের আরও কিছু জায়গায় একই ধরণের চিত্র লক্ষ্য করা যাবে ৷ যা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন কেউ কেউ ৷