|
---|
নিজস্ব সংবাদদাতা:ক্রান্তি ব্লকের শাসক দলে যোগদান অব্যাহত। রবিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরসারিপাকুরী গ্রামে সিপিআইএম ও বিজেপি ছেড়ে ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলমের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করল 50 টি পরিবার, মোট ২০০ জন ভোটার। এদিনের যোগদান সভায় ,ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলম বক্তব্যে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলো নিয়ে তীব্র সমালোচনা করেন। এছাড়াও মেহেবুব আলম বলেন , যেভাবে বিরোধীদল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে তাতে আগামী পঞ্চায়েত ভোটে বিরোধীশূন্য হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। যোগদানকারী মধ্যে এমডি সাহেব, গোলাম সাদিক, গোলাম মোস্তফা, আফতাবুল আলম জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের জন্য যেভাবে কাজ করে চলেছেন, তাতে অনুপ্রাণিত হয়ে, আমরা তৃণমূল কংগ্রেস যোগদান করলাম। এদিনের যোগদান সভায় ক্রান্তি ব্লক সভাপতি মেহেবুব আলম ছাড়া উপস্থিত ছিলেন ক্রান্তি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বিমল রায়, অঞ্চল তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি এমডি পলাশ,ক্রান্তি অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী হিরবালা রায়, বুথ সভাপতি বেল্লাল রহমান প্রমূখ। যোগদান সভায় মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।