৭ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা, ৫ বছরের সশ্রম কারাদণ্ড অপরাধীর

নিজস্ব প্রতিনিধি : ১৪ অক্টোবর, বেলেঘাটা থানায় একটি গুরুতর অভিযোগ জমা পড়ে। ফুলবাগান এলাকার এক বাসিন্দা জানান, তাঁর ৭ বছরের নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা করেছে সুমিত বিশ্বাস ওরফে বাবাই নামের একজন।
ঘটনাটি ঘটেছিল ৫ অক্টোবর। সকাল ১১টা নাগাদ, মামার বাড়ির তিনতলার ঘরে নিজের বোনের সঙ্গে খেলা করছিল ছোট্ট মেয়েটি। ঘরের টিউবলাইটটি জ্বলছিল না। সেই লাইট ঠিক করার জন্য খবর দেওয়ায় হয়েছিল স্থানীয় এক ইলেকট্রিশিয়ানকে। টিউবলাইট ঠিক করতেই ঘরে ঢোকে সুমিত বিশ্বাস ওরফে বাবাই। কিছুক্ষণ পরে সুমিত লক্ষ্য করে, ঘরে বড়রা কেউ নেই। সেই সুযোগে নাবালিকা মেয়েটিকে যৌন হেনস্থা করে সে।
এই ঘটনার ধাক্কায় ভয়ে গুমরে গিয়েছিল মেয়েটি। কিছু যে একটা হয়েছে আঁচ করে, অভিভাবকেরা বারবার জিজ্ঞেস করলেও প্রথমে মুখ খোলেনি ছোট্ট মেয়েটি। পরে কান্নায় ভেঙে পড়ে নিজের মা-বাবাকে সবটা জানায় সে। এরপরই বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন মেয়েটির বাবা।
অভিযোগ পাওয়ার পরেই দ্রুত সুমিত বিশ্বাসকে গ্রেপ্তার করে বেলেঘাটা থানার বিশেষ টিম। তার বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences Act) মামলা রুজু হয়। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ ও মেয়েটির মেডিকেল রিপোর্ট-সহ চার্জশিট জমা দেওয়া হয় দ্রুতই।
সেই মামলারই রায় বেরিয়েছে। অভিযুক্ত সুমিত বিশ্বাসকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। সঙ্গে ২০ হাজার টাকার জরিমানা। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ৩ মাস।
মাত্র ৫ সপ্তাহেই অপরাধীর শাস্তি সুনিশ্চিত করেছেন এই কেসের তদন্তকারী অফিসার সার্জেন্ট শান্তব্রত চট্টোপাধ্যায়। তাঁকে অভিনন্দন।