বুধবার বিকেলের রিমঝিম বৃষ্টিতে স্বস্তি ফিরলো শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা :একসময় শিলিগুড়িতে জুলাই , আগস্ট মাসে গায়ে গরম জামা চাপাতে হতো।বৃষ্টি হলেই ঠান্ডার অনুভূতি মিলত। এখন সেগুলো অতীত, দক্ষিণবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল বিগত কিছুদিন ধরে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছিল। দিনের বেলায় চড়া রোদে ক্রমশ অস্বস্তি বাড়ছিল। হোটেল রেস্তোরাগুলি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন ক্রেতারা, তীব্র গরমে ফাস্টফুড খাওয়ার প্রতি অনীহা। আইসক্রিম কোলড্রিংস দিয়ে দহন জ্বালাকে কমানোর চেষ্টা। একইসঙ্গে পাহাড়েও ক্রমশ তাপমাত্রা বাড়ছিল, পর্যটকরা পাহাড়ে গিয়ে আর শীত শীত আমেজ অনুভব করতে পারছিলেন না। তবে বুধবার বিকেলে শিলিগুড়ি সংলগ্ন শালুগারায় রিমঝিম করে বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়েন বেশ কিছু মানুষ। এর সঙ্গে শিলিগুড়িতে বিকেলে হয় ঝড়ো হাওয়া। গরম কিছুটা হলেও কমেছে, স্বস্তি অনুভব করছেন শহরবাসী। একইসঙ্গে পাহাড়েও তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে।